গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

ভালবাসি তোমার মিষ্টি হাসি

 ভালবাসি তোমার মিষ্টি হাসি 

মোঃ আরিফ হোসেন 

ফুল সবসময় প্রেমকে আলিঙ্গন করে


ভালবাসা সুন্দর, ভালবাসা অমায়িক, ভালবাসার কোন তুলনা নেই, ভাল সেই বাসে যার ভালবাসার মত মন থাকে, ভালবাসার বাগানে যদি পাঁচটি ফুল ফোটে সবচেয়ে সুন্দর ফুল' তাকে দিতে হয় যে সবচেয়ে বেশি ভালবাসে।

ভালবাসতে গিয়ে যদি মরণ বরণ করতে হয় তাহলে মরণ' বরণ করে মরতে হয়, তবু' ভালবাসা' না বলতে নেই। 

ভালবাসা কি জিনিস শুধু সেই জানে যে মন দিয়ে ভালবাসে।ভালবাসতে গিয়ে মরে গিয়েছেন ইব্রাহিম খলিল। শুধু তিনিই জানেন ভালবাসার মর্ম কত গভীর। 

ভালবাসা হাত হয়ে কামড়ায়, পা হয়ে কামড়ায়, পিছনের দু চোখ হয়ে কামড়ায়। তবু ভালবাসা' না বলতে নেই। 

ভালবাসা হাটে মেলে, বাটে মেলে, ধজলা ফোরাতের তটে মেলে; ভালবাসা তুমি কি জিনিস বুঝলামনা, বুঝলে একবার ধজলা ফোরাতের তটে মাছ শিকার করতে যেতাম।

ভালবাসার রং সাদা,তবু ভালবাসা সারাক্ষণ শুধু হাসে ; তুমি ( কোন একজনা) আমাকে সেই ভালবাসা দেবে কি যেই ভালবাসার  রং সবচেয়ে সুন্দর?  জানি দেবেনা।তাইতো তোমার নাম হাসি, সবচেয়ে সুন্দর হাসি, এমন হাসি যে হাসির হয়না তুলনা।

ভালবাসা' নিয়ে কত গল্প করলাম, সবচেয়ে সুন্দর গল্প' করা হলনা:

'ভাল যদি বাসতে হয় মন দিয়ে বাসবে তানাহলে ভালবাসার অথৈ সাগরে তুমি এমনভাবে ডুবে মরবে যে মরা কেউ মরেনি, দেখবে শুধু সাপ আর সাপ, তার একটি সাপ দেখে তুমি এমন ভাবে লাফিয়ে উঠবে যে লাফ কেউ কখনও দেয়নি। '

ভালবাসা অনন্ত, অসীম, অমর, অক্ষয়, অব্যয়, অজর কবিতা।কবি বলেছেন, ভালবাসলে সারাক্ষণ বাসবে, না বাসলে নয়; আমি আজ কতক্ষণ বাসব সেটাই প্রশ্ন। 


Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)